ফেনীতে ধানের শীষের প্রার্থীসহ আহত ৩০

ফেনী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:০২

ফেনীর তিনটি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় ফেনী-৩ আসনের প্রার্থী আকবর হোসেনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার জন্য আকবর হোসেন আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। দলীয় সূত্র জানায়, সোনাগাজীর সওদাগর হাটে উপজেলা বিএনপির মতবিনিময় শেষে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দাগনভূঞায় ফিরছিলেন আকবর হোসেন। ফেরার পথে তাকিয়া বাজার অতিক্রমের সময় একদল সন্ত্রাসী আকবর হোসেনের গাড়ি বহরে হামলা চালায়। তারা গাড়ি তিনটিতে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে থাকা লোকজনকে বেধড়ক মারধর করে। আকবর হোসেনের ডান হাত, পিঠে আঘাতপ্রাপ্ত হয়।

তিনি জানান, তাকে হামলাকারীরা ইট দিয়ে আঘাত করে। আহতদের মধ্যে দাগনভূঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছুট্টু, সিন্দুরপুর ইউনিয়ন সভাপতি দলিলুর রহমান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, সাহাব উদ্দিন, শ্রমিক দল নেতা শাহআলম এর নাম জানা গেছে।

অপরদিকে ফেনী-১ ও ২ আসনের ধানের শীষের প্রচার মাইকে হামলা চালানো হয়েছে। ফেনী-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপি জানান, বিকাল ৪টার দিকে ধানের শীষের প্রচার মাইক সদর উপজেলার রানীরহাট বাজারে গেলে সরকার দলীয় লোকজন হামলা চালায়। তারা মাইক ও ব্যাটারি খুলে নিয়ে প্রচারকারীদের মারধর করে।

অপরদিকে ফেনী-১ নির্বাচনী এলাকার পরশুরামে প্রচার মাইকে প্রতিপক্ষের হামলায় হৃদয়, মোমিন ও সোহেল নামে তিন প্রচার কর্মী আহত হন। উপজেলা যুবদল সভাপতি আবদুল আলিম মাকসুদ ঢাকা টাইমসকে অভিযোগ করেন, পরশুরাম পৌর শহরের পুরান বাজারে প্রচারকালে হামলা চালানো হয়। হামলাকারীরা মাইক, ব্যাটারি এমনকি তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :