বিএনপি সরে গেলেও সমস্যা নেই: খালিদ

দিনাজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচন থেকে সরে যায় কিছুই যায় আসে না। অন্যরা অংশ নেবে। ৩০ তারিখেই নির্বাচন হবে।’

সোমবার দুপুরে বিরল মাদ্রাসা মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির কর্মী সভায় মহাজোটের প্রার্থী হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি নির্বাচনে থাকবে কি থাকবে না এখন পর্যন্ত নিশ্চিত না। তার জন্যই একাধিক আসনে মহাজোটের প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনে না থাকলেও জাতীয় পার্টি ও মহাজোট নির্বাচন করবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোরও প্রার্থী রয়েছে। ২০১৪ সালের মতো ফাঁকা মাঠে নয়, বরং এবারে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। নৌকা বিজয়ী হলেই শেখ হাসিনা বিজয়ী হবে, আর উন্নয়নের গতি অব্যাহত থাকবে।’

এ সময় বিএনপি-জামায়াতের শাসনামলে সমালোচনা করেন খালিদ। বলেন, ‘তাদের সময়ে শুধু গুম আর হত্যার রাজনীতি হয়েছে। শেখ হাসিনাকে বোমা হামলা মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জ্বালাও-পোড়াও করেছে। নিরীহ মানুষজনের ওপর আক্রমণ হয়েছে, বাসে অগ্নিসংযোগ হয়েছে। সেই আগুনে পুড়ে গেছে অনেকেই। বাবার সামনে ছেলে পুড়ে মারা গেছে। ৯৩ দিন দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এমন দলকে কোনোভাবেই দেশের মাটিতে ঠাঁই দেওয়া ঠিক হবে না।’ তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মহাজোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির বিরল উপজেলা শাখার সভাপতি অ্যাড. সুধির চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বারিকুল ইসলাম দুলাল, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আজগর আলী, জাতীয় পার্টি নেতা ফারুক হোসেন মেম্বার, রবিউল আউয়াল মেম্বারসহ ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জাতীয় পার্টি নেতৃবৃন্দ মহাজোট মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। পরে প্রধান অতিথি শহরগ্রাম ইউপি’র নাড়াবাড়ী ও ভান্ডারা ইউপি’র পাকুড়া বাজারে পৃথক পৃথক গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/টিএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :