লক্ষ্মীপুর-৩: এ্যানীর গণসংযোগে হামলা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৫
ফাইল ছবি

লক্ষ্মীপুর-৩ সদর আসনের বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ধানের শীষ প্রতীকের গণসংযোগে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী একেএম শাহজাহান কামালের সমর্থকরা। এসময় নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। তাদের হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে জামাল উদ্দিন, কামাল উদ্দিন, জিয়া উদ্দিন, শহীদুল ইসলাম, সিরাজ উদ্দিন ও আবদুল করিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাংগাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর ও বাল্লাই ভাঙগতি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আওয়ামী লীগ প্রার্থী একেএম শাহজাহান কামালের সমর্থকরা ধানের শীষ প্রতীকের গণসংযোগে হামলা ও অফিস ভাঙচুর করেছে। এসময় ১০ নেতাকর্মী আহত হয়। হামলা চালিয়ে কোন লাভ হবে না। নির্বাচন থেকে সরে যাবে না ঐক্যফ্রন্ট। মরে গেলেও ভোট কেন্দ্র ছেড়ে যাব না।

এদিকে বারবার মোবাইল ফোনে চেষ্টা করেও আওয়ামী লীগ প্রার্থী একে এম শাহজাহান কামালের মতামত পাওয়া যায়নি।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হামলার বিষয়টি তার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :