কম্পিউটারের জন্য প্রসেসর আনছে কোয়ালকম

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:২১

মোবাইল ফোনের বাজারে একচেটিয়া রাজত্ব করার পর এবার কম্পিউটারের জন্য প্রসেসর আনছে কোয়ালকম। নতুন প্রসেসরে ৬৪ বিটের জায়গায় ১২৮ বিট ইন্টারফেস ব্যবহার করেছে কোয়ালকম। আগামী বছরের তৃতীয় ত্রৈমাসিকে স্ন্যাপড্রাগন ৮ সিএক্স দিয়ে তৈরি প্রথম ডিভাইস বাজারে আসবে।

কম্পিউটারের জন্য নির্মিত এই প্রসেসরে থাকছে কাইরো ৪৯৫ সিপিইউ, স্ন্যাপড্রাগন এক্স২৪ এলটিই মোডেম।

গত শুক্রবার হাওয়াই দ্বীপে কোয়ালকমের বার্ষিক সম্মেলনে জানানো হয়েছে তাদের প্রথম পিসি প্রসেসরের নাম হবে স্ন্যাপড্রাগন ৮সিএক্স। ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর বর্তমানে বাজারের অন্যসব প্রসেসরকে হার মানাবে বলে দাবি করছে কোয়ালকম।

এই প্রথম ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে পিসি প্রসেসর বানাতে চলেছে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান। যেটা বাজারে আসছে কোয়ালকমের হাত ধরে। ইতিমধ্যে একই প্রযুক্তিতে স্মার্টফোনের জন্য চিপসেট তৈরির ঘোষণা করেছে কোয়ালকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের স্মার্টফোনের আগামী চিপসেট স্ন্যাপড্রাগন ৮৫৫ তৈরি হবে এই প্রযুক্তিতেই।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা