টিপস

জি-মেইলের পাসওয়ার্ড উদ্ধার করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:২৪

জনপ্রিয় ই-মেইল সার্ভিস জি-মেইল। গুগল সার্ভিস পেতে হলে অবশ্যই জি-মেইল অ্যাকাউন্ট লাগে। অ্যানড্রয়েড গ্রাহকদের ফোন ব্যবহার করতেও এই অ্যাকাউন্ট বাধ্যতামূলক। তাই জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যার সৃষ্টি হয়। আজকাল পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপস রয়েছে; কিন্তু অনেকেই সেই ধরনের কোনো অ্যাপ ব্যবহার করেন না। তাই জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে তা ফিরে পেতে নিচের সহজ উপায় অবলম্বন করুন।

স্টেপ ১। গুগল লগইন পেজে ‘ফরগেট পাসওয়ার্ড’ বাটনে ক্লিক করুন।

স্টেপ ২। আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। কোনো পাসওয়ার্ড মনে করতে না পারলে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। যে ফোন নম্বরের সঙ্গে আপনার জি-মেইল অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই নম্বরে মেসেজ পাঠাবে গুগল।

স্টেপ ৪। আপনার কাছে সেই ফোন নম্বর না থাকলে বিকল্প ই-মেইলে ভেরিফিকেশন কোড পাঠাবে গুগল। বিকল্প ই-মেইল না থাকলে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে গুগল আপনার কাছে এমন একটি ই-মেইল আইডি চাইবে যেখানে আপনাকে ই-মেইল পাঠানো যাবে।

স্টেপ ৬। এই ই-মেইল পেলে গুগলের ডায়ালগ বক্স ওপেন করুন।

স্টেপ ৭। রিকভার হয়ে গেলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে জি-মেইল লগ ইন করুন।

তবে পাসওয়ার্ড পরিবর্তন করে তা কোথাও লিখে রাখবেন না। সব সময় পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করলে তা অ্যাকাউন্ট সুরক্ষার জন্য ভালো। নিজের কম্পিউটারে লগইন করার সময় ব্রাউজারে সেভ পাসওয়ার্ড করে রাখতে পারেন। সে ক্ষেত্রে খেয়াল রাখবেন অন্য কেউ যেন আপনার কম্পিউটার ব্যবহার না করে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা