গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১
ফাইল ছবি

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ ও কারখানার কাঁচ ভাঙচুর করেন। বিক্ষোভের মুখে বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, ‘মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে কোনাবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ছয়-সাতটি কারখানায় ইটপাটকেল ছুঁড়ে মারেন। এতে জানালার কাঁচ ভেঙে যায়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও কাঁদানো গ্যাস ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানান, পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :