‘কোহলি সবচেয়ে অভদ্র খেলোয়াড়’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:০২ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮

বিরাট কোহলির ক্রিকেটীয় মেধা নিয়ে কারও কোনো সংশয় নেই। বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান তিনি। কিন্তু তার আচরণ নিয়ে অনেকেই অসন্তুষ্ট। মাঠে উদযাপন করতে গিয়ে কোহলি প্রায়শই সীমা অতিক্রম করে ফেলেন। যেমনটি দেখা গেছে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজি অধিনায়ক টিম পেইনকে স্লেজিং করায় এবার কোহলিকে ‘সবচেয়ে অভদ্র খেলোয়াড়’ আখ্যা দিয়েছেন তারই স্বদেশী নাসিরুদ্দিন শাহ।

গত সোমবার পার্থ টেস্টের চতুর্থ দিনে পেইনের আউট আবেদন ঘিরে বাগ-বিতন্ডা শুরু হয় দুই অধিনায়কের মধ্যে। বিষয়টি চোখে লেগেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোহলিকে ‘অসভ্য’ ক্রিকেটার হিসেবে অভিহিত করেছেন তিনবারের জাতীয় পুরস্কার জয়ী নাসিরুদ্দিন। নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি লেখেন, ‘বিরাট কোহলি শুধুমাত্র যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান তাই নয়, ও বিশ্বক্রিকেটে সবচেয়ে অভদ্র খেলোয়াড়। ওর ক্রিকেটীয় উৎকর্ষের পেছনে রয়েছে ঔদ্ধত্য এবং অহংকার।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোহলির দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এক ভক্ত। তিনি বলেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের তুলনায় ভারতীয় অধিনায়ককে নিয়ে একটু বেশিই মাতামাতি হয়। পরে ওই ইস্যুতে ভক্তের সঙ্গে লেগে যান কোহলি নিজেই। এমনকি তাকে দেশ ছেড়ে যাওয়ার কথাও বলেন তিনি। তবে নাসিরুদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এমন বলার জন্য যে কোনোভাবেই অনুতপ্ত হবেন না তিনি, ‘এমন বলার জন্য কোনো ভাবেই দেশ ছাড়ব না আমি।’

নাসিরুদ্দিনের পোস্টের বিপক্ষেই মন্তব্য পড়েছে বেশি। অনেকে মত দিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটফুটে চলে যাওয়া টেস্টে সতীর্থদের মনোবল বাড়াতে কোহলির এই আচরণ যৌক্তিক ছিল। তার স্লেজিংয়েও অবশ্য শেষরক্ষা হয়নি ভারতের। পার্থে ১৪৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা।

( ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :