শেরপুর-১

নীলনকশার ইলেকশনের পাঁয়তারা চলছে: প্রিয়াঙ্কা

শেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩০ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:১১

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনী প্রচার কাজে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুরে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় প্রিয়াঙ্কার মা ও জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিয়াঙ্কা বলেন, শাসক দলের প্রার্থী হুইপ আতিক নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অসমতল পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। তিনি একটি নীল নকশার ইলেকশনের পাঁয়তারা করছেন। তার প্রত্যক্ষ নির্দেশে সদর উপজেলার ধলা, কামারিয়া এবং ভাতশালা ইউনিয়নসহ আরো কিছু ইউনিয়নে আমাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনী কাজে বাধার সৃষ্টি করা হচ্ছে।

লিখিত বক্তব্যে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, ‘ধানের শীষের জোয়ার দেখে হুইপের প্রত্যক্ষ মদদে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।’

পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের তীর ছুঁড়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এ আসনে বিএনপি দীর্ঘ ২২ বছর পর ধানের শীষ প্রতীকের প্রার্থী পাওয়ায় স্থানীয় ভোটাররা এবার উজ্জীবিত। তাই স্থানীয় পুলিশ প্রশাসন এ আসনের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমাদের মাঠে নামতে দিচ্ছে না। প্রতীক বরাদ্দের পর থেকে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক ডিবি (গোয়েন্দা) পুলিশ তার বাড়ির আশপাশ ঘিরে রেখেছে। নেতাকর্মীদের গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, টেলিফোনেও নানা হুমকি-ধামকি দেয় পুলিশ। তার এলাকার নির্বাচনী ক্যাম্পটিতে পুলিশের হয়রানির কারণে পোস্টার সাঁটানো যাচ্ছে না।’

ক্যাম্পটি গত চার দিন ধরে বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রিয়াঙ্কা।

ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘তার বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী দলের মূল প্রার্থী থাকলেও তাকে প্রায় সাড়ে তিন মাস যাবত বিভিন্ন গায়েবি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। তাই বাবার বদলে দল থেকে আমাকে এ আসনের মনোনয়ন দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :