নবজাতক ও প্রবীণদের স্বাস্থ্যসেবা বিনামূল্যে: আ.লীগ

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:১১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আবার ক্ষমতায় এলে একটি নির্ধারিত বয়সসীমার মধ্যে মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। এক বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষরা এই সুবিধা পাবে।

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে মঙ্গলবার ঘোষণা করা ইশতেহারে এই ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলোর ভবনসহ সকল সুবিধা পর্যায়ক্রমে আধুনিকীকরণ করা হবে।’

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক আনা হয়। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৯ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ক্লিনিকগুলো চালু করে।

প্রধানমন্ত্রী তার সরকারের আমলে স্বাস্থ্যখাতে উন্নতির কথা তুলে ধরেন। বলেন, ‘বর্তমানে সারাদেশে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা এবং ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হয়। মানুষের প্রত্যাশিত গড় আয়ু এখন ২০০৯ সালের ৬৬.৮ বছর হতে ৭২.৮ বছরে উন্নীত হয়েছে।’