বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৩

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি আজীবন দেশ ও দেশের মানুষের চিন্তা করেছেন। তাকে ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাও করা যায় না।’

মঙ্গলবার বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের বিজয় দিবসের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘তোমরা আগামীর ভবিষ্যত, দেশের ভবিষ্যত। তোমাদেরকে বঙ্গবন্ধুকে জানতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে হবে।’

বক্তব্য শেষে জাবেদ পাটোয়ারী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সহকারী মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আবিদা সুলতানা।

ঢাকাটাইমস/ ১৮ ডিসেম্বর/এএ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :