লিগ কাপের শেষ চারে ম্যানসিটি

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:২২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ক্যারাবাও কাপের (ইংলিশ লিগ কাপ) বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবারও শিরোপার পথেই এগোচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা। মঙ্গলবার রাতে লেস্টার সিটিকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে সিটিজেনরা নাম লিখিয়েছে সেমিফাইনালে। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় ছিল।  

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সাউদাম্পটনকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে এসেছিল লেস্টার সিটি। শেষ আটে ম্যানসিটির বিপক্ষেও তাদের ভাগ্য নির্ধারিত হল টাইব্রেকারে। তবে নিজেদের ডেরায় এবার জয় নয়, হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লেস্টারকে।

লেস্টারের মাঠে ১৪ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। গোল করেন কেভিন ডি ব্রুয়েন। তবে ৭৩ মিনিটে মার্ক আলব্রাইটনের কল্যাণে সমতায় ফেরে লেস্টার। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। যেখানে ৩-১ ব্যবধানে উতরে গেছে পেপ গার্দিওলার সিটি।

পেনাল্টি শুটআউটে পাঁচ শটের চারটিতেই নিষ্পত্তি হয়ে গেছে ম্যাচ। ম্যানসিটির হয়ে লক্ষ্যভেদ করেছেন ইলকাই গন্ডোয়ান, গ্যাব্রিয়েল জেসুস আর আলেকজান্দার জিনচেঙ্কো। মাঝে রাহিম স্টারলিংয়ের স্পটকিকটি মিস হয়েছে। অপরদিকে, লেস্টারের প্রথম স্পটকিকে হ্যারি ম্যাগুয়ার লক্ষ্যভেদ করলেও এরপর টানা তিনটি পেনাল্টি শুট মিস হয়ে যায়।

(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এবিএ)