দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৪

চার মাসেরও বেশি সময় আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার সিরিজের প্রথম ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজে হলেও পরের দুইটি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেই সিরিজের মতো এবারও একই পরিস্থিতির মুখোমুখি টাইগাররা। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে তৈরি টাইগাররা। যার জন্য ফ্লোরিডার সেই জয়কেই প্রেরণা হিসেবে নিচ্ছে বাংলাদেশ। বুধবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (বৃহস্পতিবার)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়। এখন পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে আসেননি বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজ বাঁচানোর ম্যাচ সামনে রেখে বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, ‘চ্যালেঞ্জ নেয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। সিরিজে আমরা পিছিয়ে আছি। চেষ্টা করব শক্তভাবে ঘুরে দাঁড়ানোর। ওয়েস্ট ইন্ডিজ সফরেও আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম। পরে আমরা ভালোভাবে কামব্যাক করেছি। প্রথম ম্যাচে যেই ভুলগুলো করেছি, যেমন খুব তাড়াতাড়ি কিছু উইকেট পড়েছে, ওইটা যেন এই ম্যাচে না হয়। সবকিছু ঠিকভাবে করতে পারলে আশা করি ভালো কিছুই হবে।’

সিলেটে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের দ্রুতগতির বলই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। অতি আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে উইকেট বিলিয়ে দেয় স্বাগতিকরা। প্রথম ম্যাচে এই আক্রমণাত্মক শট খেলার প্রসঙ্গে সৌম্য বলেন, ‘ওরা শর্ট বল করেছে। আমরা জোরালো শট খেলতে গিয়েছি। এটা সাহসের ব্যাপার। আমরা পিছিয়ে গিয়ে আউট হলে বলা যেত যে, শর্ট বলের ভয়ে আউট হয়েছি। সামনে গিয়ে আউট হয়েছি। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলার চেষ্টা করতাম, টাইমিং করে খেলতাম তাহলে ভালো হতো।’

বাংলাদেশি ব্যাটসম্যনদের শর্ট বল খেলার এই ধরনটা কি সত্যিই সাহসিকতার নাকি দুর্বলতার ছিল? সৌম্যর মতে, ‘শর্ট বল খেলা তো সাহসিকতার ব্যাপার। টি-টোয়েন্টিতে আপনাকে খেলতে হবে, না খেললে রান কম হবে। এখানে ভয়ের কিছু নেই।’

তবে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডেতে দারুণ জয়ের পরও টি-টোয়েন্টিতে কেন এমন ব্যর্থতা? সৌম্যর মতে, সংক্ষিপ্ত এই ফরম্যাটে হয়তো বুদ্ধির ঘাটতি ছিল বাংলাদেশের। এ বিষয়ে তিনি, ‘এই ফরম্যাটে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন দল। কিন্তু আমরাও যে খারাপ করছি তা না। চেষ্টা করছি ভালো করার। হয়তো কোনো কিছুতে ভুল ছিল, বুদ্ধির ঘাটতি ছিল। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার দেখেশুনে খেলতাম তাহলে শেষের দিকে আমরা রান কাভার করতে পারতাম।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার টাইগাররা যদি টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে তাহলে সেটি হবে দারুণ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানে ও দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৮৪ রানে জয় পায় সাকিব আল হাসানের দল।

এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় পাঁচ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পায় চার উইকেটে। তৃতীয় ম্যাচে আট উইকেটে জয় পেয়ে সিরিজ জিতে নেয় মাশরাফি বিন মর্তুজার দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশের খেলোয়াড়রা। বিপিএল শেষ করে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :