মিয়ানমারে সেনা সংশ্লিষ্ট কয়েক শ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮

সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো থেকে মিয়ানমারের আরও কয়েক শ অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ সরিয়ে নিয়েছে ফেসবুক। সমন্বিত অনৈতিক আচরণ ও সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক উদ্ঘাটিত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ফেসবুক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে মিয়ানমারের সেনাবাহিনী প্রধানসহ দেশটির অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করে ছিল ফেসবুক। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার লক্ষ্যে এই সামাজিক নেটওয়ার্কটি ব্যবহার করে ঘৃণা ছড়ানো হলেও তা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে ওই পদক্ষেপ নিয়েছিল ফেসবুক।

খবরে বলা হয়, গত মঙ্গলবার রাতে এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, তারা তাদের সামাজিক নেটওয়ার্ক থেকে ৪২৫টি পেজ, ১৭টি গ্রুপ ও ১৩৫টি অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম ফটো-শেয়ারিং সার্ভিস থেকে ১৫টি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে। অন্যান্য যেসব পেজ ‘তারা কারা বা তারা কী করছে সে বিষয়ে অন্যদের বিভ্রান্ত করছে’ এবং মিথ্যা বর্ণনা দিয়ে কোম্পানির নীতি লঙ্ঘন করছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে ফেসবুক।

বন্ধ করা পেজগুলোর মধ্যে ‘আপাতভাবে স্বাধীন সংবাদ, বিনোদন, সৌন্দর্য ও লাইফস্টাইল পেজ ছিল যাদের সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনী লিঙ্ক ছিল’ এবং এগুলো ও অন্যান্য পেজগুলো আগস্টে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। এ বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই কোনো মন্তব্য করেননি।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :