নৌকার চেয়ে কোদালের পোস্টার বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

নির্বাচনী প্রচারকাজে কাউকে বাধা দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, তার নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনে নৌকা প্রতীকের পোস্টারের চেয়ে গণসংহতি আন্দোলনের কোদাল প্রতীকের পোস্টারই বেশি। আর ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানো হয়নি বলে দেখা যায় না।

বুধবার বিকালে তেজগাঁও ট্রাক টার্মিনালে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে নির্বাচনী প্রচারে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জোনায়েদ সাকি। ক্ষমতাসীন মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থকদের দিকে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এর জবাবে মন্ত্রী বলেন, ‘রাস্তার যেদিকে তাকাই শুধু কোদাল মার্কার পোস্টার। বরং আমার পোস্টার নেই।’

কামাল বলেন, ‘বিএনপির অভিযোগ করে তাদের নির্বাচনী প্রচারণাসহ পোস্টার লাগাতে দেওয়া হয় না। আসলে তারা পোস্টার লাগায় না। তাদের পোস্টার কোথাও দেখি না।’

বিএনপির নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারণ ছাড়া গ্রেপ্তার করছে এমন অভিযোগ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। তাদের নেতাকর্মীকে অকারণে গ্রেপ্তার করা হচ্ছে এটা ঠিক না। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকা- চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের নামে ওয়ারেন্ট আছে।’

বাংলাদেশকে নিরাপত্তা ও উন্নয়নের দেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেজগাঁও এই জায়গাতে সন্ধ্যায় মানুষ চলতে পারত না। মাস্তান সন্ত্রাসীদের আড্ডার জায়গা ছিল। কিন্তু আজ সেখানে রাত ২টার পরেও মেয়েরা চলাফেরা করতে পারে। যারা সন্ত্রাস চুরি-ডাকাতি খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল। তারা তাদের পেশা পরিবর্তন করে ভালো পেশায় এসেছে।’

নৌকায় ভোট চেয়ে প্রার্থী বলেন, ‘যদি এই নিরাপত্তা ও দেশের সর্বস্তরের উন্নয়ন অব্যাহত রাখতে চান। তাহলে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করুন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন। আপনারাই পারেন দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।’

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :