রোগীকে শ্লীলতাহানির চেষ্টায় চিকিৎসক লাঞ্ছিত

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রোগীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চিকিৎসককে লাঞ্ছিত করেছেন স্বজনরা। মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এক নারী রোগী পাঁচটি ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে মঙ্গলবার বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন। রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুল হক তাকে চেকআপ করেন। পরে আবার রাত আড়াইটার দিকে চিকিৎসক চেকআপ শুরু করলে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন ওই রোগী। অভিযোগ পেয়ে ওয়ার্ডের বাইরে চিকিৎসক মাহবুবুল হককে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা।

রোগীর অভিযোগ, ‘চিকিৎসার নামে শরীরের স্পর্শকাতর জায়গায় ডাক্তার স্পর্শ করলে আমি প্রতিবাদ করি। তার হাতের আঙ্গুল ভেঙে দেয়ার চেষ্টা করি। পরে চিকিৎসক পালানোর চেষ্টা করলে ওয়ার্ডের বাইরে তাকে লাঞ্ছিত করা হয়। এ সময় তার স্বামীও ওই চিকিৎসককে লাঞ্ছিত করেন।’

তবে চিকিৎসক মাহবুবুল হক বলেন, ‘কল পেয়ে তিনি ওই দিন রাতে দু’বার চেকআপ করার জন্য চিকিৎসা দিতে গেছেন। সেখানে স্ট্যাথোস্কোপ দিয়ে চেকআপ করার সময় ওই রোগী ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। পরে ওয়ার্ডের বাইরে রোগী ও তার স্বামীসহ স্বজনরা তাকে লাঞ্ছিত করেন।’

হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. এফ এম মুছা আল মানছুর বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগী কোন কেবিনে নয়, ওয়ার্ডে আছেন। সেখানে তার আশপাশে অনেক রোগী আছেন। সেই অবস্থায় ওই চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এ ব্যাপারে ওই রোগী ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :