সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির (৬২), ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. জাকির হোসেন (৬২), শশারকান্দা গ্রামের মৃত ডেগুর ব্যাপারীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৭১), উজান গাঁও গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে তোতা মিয়া (৮০) এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মো. আব্দুল জলিল।

বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

ঢাকার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) বরকউল্লাহ।

ঢাকাটাইমস/১৯ডিসেম্বর ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :