বগুড়া-৩: ধানের শীষের শূন্যতা পূরণ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৮, ১৯:২৮

ধানের শীষের প্রার্থীশূন্য হয়ে পড়া বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অবশেষে প্রার্থী পেয়েছে বিএনপি। উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মনোনীত প্রার্থী মাছুদা মোমেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ মাছুদা মোমেনের নামে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাছুদা মোমেনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফেরদৌস আলম আলফা এ তথ্য নিশ্চিত করেন।

বগুড়া-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল মোমেন তালুকদার খোকার স্ত্রী মাছুদা মোমেনকে একই আসনে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পাশাপাশি সেখানে তার স্বামী আব্দুল মোমেন তালুকদার খোকা এবং দেবর আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদারকেও মনোনয়ন দেওয়া হয়েছিল।

কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ না ছাড়ায় যাচাই-বাছাইয়ে মোহিতের মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। অন্য দুই প্রার্থীর মধ্যে আব্দুল মোমেন গত ৯ ডিসেম্বর তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ওই দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে মাছুদা মোমেনকে দলের চূড়ান্ত প্রার্থী জানিয়ে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করেন।

তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর হাইকোর্ট মাছুদা মোমেনের দেবর আব্দুল মোহিত তালুকদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়। এরপর বিএনপির পক্ষ থেকেও প্রার্থিতা পরিবর্তন করে আব্দুল মোহিত তালুকদারকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে আবার তাকে ধানের শীষ প্রতীক দিতে বলা হয়। সেই অনুযায়ী আব্দুল মোহিত তালুকদারকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

তবে আব্দুল মোহিত তালুকদারের প্রার্থিতা বহালের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে শুনানি শেষে গত ১৭ ডিসেম্বর আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন। ফলে আব্দুল মোহিত তালুকদারের প্রার্থিতা আটকে যায়। এর পরপর মাছুদা মোমেন তার ধানের শীষের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন।

ঢাকায় অবস্থানরত মাছুদা মোমেন জানান, প্রার্থিতা ফিরে পেয়ে তিনি সন্তুষ্ট। তিনি জানান, এ আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না। আদালতের রায়ের মাধ্যমে সেই শূন্যতা কেটে গেছে। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দ পেলেই আমি গণসংযোগে নামব।’ (ঢাকাটাইমস/২০ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :