মেঘনায় জেলে নৌকায় জলদস্যুর হামলা, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৮

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনায় চাঁদার দাবিতে জেলে নৌকায় জলদস্যুরা হামলা চালিয়েছে। এ ঘটনায় সুমন ও রাশেদ নামে দুই জেলে নিঁেখাজ রয়েছেন বলে দাবি স্বজনদের। শাহদাত হোসেন সাজুসহ চার জেলে আহত হন। বৃহস্পতিবার রাতে উপজেলার মতিরহাটের মেঘনা নদীতে এ হামলা হয়।

গুরুতর আহত সাজুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়াার হোসেন।

হামলার শিকার জেলেদের বাড়ি সদর উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় বলে জানান স্বজনরা।

জেলে ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহদাত হোসেন সাজুসহ ছয় জেলে নৌকা নিয়ে মতিরহাটের চর ব্যাপারী এলাকায় মাছ শিকার করছিলেন। তখন একদল জলদস্যু মোটা অংকের চাঁদা দাবি করে। জেলেরা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করে। পরে তাদের ওপর হামলা চালিয়ে শাহদাত হোসেন সাজুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। অন্য জেলেরা নৌকা থেকে লাফিয়ে নদীতে পড়ে যায়। অন্য জেলেরা শাহদাত হোসেন সাজু ও অন্য তিন জেলেকে উদ্ধার করে। কিন্তু সুমন ও রাশেদকে এখনও পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :