বরগুনার ডিসিকে চিঠি পাঠিয়ে হুমকি

বরগুনা প্রতিবেদক
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ১৮:১২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনের নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কবির মাহমুদকে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি তার কাছে পৌঁছায়।

কবির মাহমুদ বলেন, ‘চিঠিটি খুলে দেখি, বরগুনার দুটি আসনের নির্বাচন যদি নিরপেক্ষভাবে সম্পন্ন করতে না পারি তবে আমার ও পরিবারের ক্ষতি হবে বলে হুমকি দেয়া হয়েছে।

তবে এ ব্যাপারে এখনো তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি বলে সাংবাদিকদের জানান। বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের চিন্তিত হওয়ার কিছু নেই। পুলিশ তার এবং পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেছে।’

তিনি আরও বলেন, ‘বরগুনার আইনশৃঙ্খলা ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো। আসন্ন ভোটকে কেন্দ্র করে কর্মকর্তাদের ভয়-ভীতি দেখানোর জন্য এ ধরনের চিঠি পাঠাচ্ছে দৃর্বৃত্তরা।’

ঢাকা টাইমস/২১ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :