‘দেশসেবায় আত্মনিয়োগ ইমানের দাবি’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৮

আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে ‘স্বাধীন দেশের নাগরিক’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলনূর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেছেন, ‘মহান আল্লাহর অপার অনুগ্রহে আমরা স্বাধীন দেশের নাগরিক। দুঃখের বিষয়, আমরা অনেকে এ নেয়ামত সম্পর্কে সচেতন নই। সোমালিয়া, ফিলিস্তিন, ইরাক ও প্রতিবেশী রোহিঙ্গাদের দিকে তাকালেই নিজেদের ভাগ্যবান মনে হয়। অতএব, দেশের সেবায় আত্মনিয়োগ করাই হবে ইমানের দাবি।’

শুক্রবার বাদ জুমা ঢাকার মাতুয়াইলে অবস্থিত আলনূর এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ইসহাক।

মাওলানা ইউসুফ নূর বলেন, ‘অত্যাচার ও নিপীড়নের অভিশাপে ব্রিটিশ সাম্রাজ্য ও পাকিস্তানিদের এদেশ ছাড়তে হয়েছিল। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা এদেশকে এখনো সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারিনি। ন্যায়পরায়ণ শাসক লাভের জন্য নিজেদের ন্যায়নিষ্ঠ হওয়া প্রয়োজন। এজন্য দরকার সুশিক্ষা, ইমানি ও তাকওয়ার পরিবেশ। পারিবারিক পরিসর থেকেই পরিবর্তনের সূচনা হতে হবে। এই ধারা একদিন রাষ্ট্রকে প্রভাবিত করবে-এতে সন্দেহ নেই।’

মাওলানা নূর বলেন, ‘নিছক শ্লোগান দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় না। এজন্য প্রয়োজন জাগরণ, আন্দোলন ও নিয়মিত অনুশীলন। সকলের সমন্বিত প্রচেষ্টায় এদেশ একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে ইনশাল্লাহ।’

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :