রুপপুরে ক্রেন দুর্ঘটনায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

ঈশ্বরদীর রুপুপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্রেন দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শিখন হোসেন (২৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জুয়েল রানা (৩৫) নামে আরেক শ্রমিক।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় নির্মাণাধীন চুল্লির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিখন হোসেন পাকশীর যুক্তিতলা গ্রামের নবাব আলীর ছেলে। আর আহত জুয়েল রানা সলিমপুরের মহিত মন্ডলের ছেলে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসমিন তামান্না স্বর্ণা জানান, রুপুপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। শ্রমিক শিখন হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন চুল্লির কাজ করার সময় ক্রেন দুর্ঘটনায় শিখন ও জুয়েল গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে শিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২১ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :