শেরপুরে বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল তার ওপর হামলার অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি ক্ষমতাসীন দলের সমর্থকদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার সন্ধ্যা ছয়টার সময় তিনআনী বাজারের মহিলা মার্কেটের সামনে তার ওপর হামলার অভিযোগ করেছেন রুবেল। বলেছেন, হামলাকারীরা তার জামা-কাপড় ছিড়ে ফেলে। আর অন্তত ১০ নেতাকর্মীকে পেটানো হয়। এদের একজনকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি কর্মী মাহফুজ মোল্লা বলেন, সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রার্থী রুবেল। এ সময় লিফলেট বিতরণ ও স্লোগান দিচ্ছিলেন তারা। হঠাৎ একদল যুবক ‘কিসের ধানের শীষ’, ‘দেশে কোন ধানের শীষের প্রতীক নেই’- এসব বলতে থাকে। এক পর্যায়ে প্রচারণা বন্ধ করুন বলেই অতর্কিত হামলা চালায় ওই যুবকের দল।

রুবেল বলেন, ‘এ আসনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আওয়ামী লীগের প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আমি প্রচারণার মাঠে গেলেই স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে বাধা দিচ্ছে।’

জানতে চাইলে মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। তবে পরে জানতে পারি ছাত্রলীগের কিছু কর্মী রুবেলের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে বড় রকমের কোন ঘটনা ঘটেনি।’

জানতে চাইলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘তিনআনী বাজারে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়েছে। আর কিছু নয়।’

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :