নিউরোসায়েন্সের পরিচালকের মেয়াদ দুই বছর বাড়লো

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:২২ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৪০

ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদের নিয়োগের মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে ২০১৯ সালের ১১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়িয়ে ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পদায়ন করা হলো। এ ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তাবলী অপরিবর্তিত রেখে ফের চুক্তি করতে হবে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদের চাকরির মেয়াদও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আরিফ

নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তি বাড়িয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। (ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :