‘কামলার মজুরি’ হিসেবে ভোট চান ফারুক খান

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২১

গত ১০ বছর জনগণের জন্য কামলা হিসেবে কাজ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক খান। এর মজুরি হিসেবে নৌকা প্রতীকে ভোট দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরের দক্ষিণ গঙ্গারামপুর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য তিনি।

ফারুক খান বলেন, ‘খালেদা জিয়া গোপালগঞ্জের কোনো উন্নয়ন তো করেই নাই, বরং গোপালি বলে আমাদের গালি দিয়েছেন। তিনি ক্ষমতায় এলে নাকি গোপালগঞ্জের নামই পাল্টে দেবেন। আমরা আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার মাধ্যমে বিএনপির ধানের শীষ মার্কা মুছে দিতে চাই।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে। আপনারা এখন চার ঘণ্টায় ঢাকা যান, ট্রেন লাইন হলে ৪০ মিনিটে ঢাকায় যেতে পারবেন। উন্নত যাতায়াতব্যবস্থা, শতভাগ বিদ্যুৎ, বিনামূল্যে বই বিতরণ ইত্যাদি আওয়ামী লীগের আমলেই সম্ভব। এটাই আওয়ামী লীগের রাজনীতি।’

এসময় জনসভার হাজার হাজার জনতা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অঙ্গীকার করেন।

গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব মোল্লার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, গোহালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল আলম মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :