সিংড়ায় নৌকার পক্ষে তরুণদের র‌্যালি

নাটোর প্রতিবেদক
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮

নাটোরের সিংড়ায় নৌকার পক্ষে র‌্যালি করেছেন চার শতাধিক তরুণ ও নতুন ভোটার। বুধবার বিকাল চারটায় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে একটি পথসভা করে।

র‌্যালি থেকে ‘নতুনদের প্রথম ভোট নৌকার পক্ষে হোক’, ‘তরুণদের প্রথম ভোট সুশাসনের পক্ষে হোক’, ‘নতুনদের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন ফয়সাল, জ্যোতি ও হাসিবুল নামে তিনজন নতুন ভোটার।

ফয়সাল তার বক্তব্যে বলেন, ‘আমি নতুন প্রজন্ম। আমি চলনবিলের সন্তান। আমাদের সিংড়া আগে অবহেলিত ছিল। পলক ভাই নির্বাচিত হয়ে সিংড়া তথা চলনবিলের ব্যাপক উন্নয়ন করেছেন।’

জ্যোতি সরকার বলেন, ‘অন্ধকারাচ্ছন্ন সিংড়াকে আলোকিত করেছেন পলক ভাই। তাই আমরা নৌকার পক্ষে। জীবনের প্রথম ভোটটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দিতে চাই।’

হাসিবুল বলেন, ‘পলক ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সিংড়াতে একটি হাইটেক পার্ক হচ্ছে। যেখানে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। সিংড়াতে নৌকা ও পলক এখন সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।’

ঢাকা টাইমস/২৬ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :