৬ জিবি র‌্যামে আসছে সনির ফাইভ জি ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮

৬ জিবি র‌্যামের নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি। মডেল এক্সপেরিয়া এক্সজেড ফোর। ফোনটিতে হাই-রেজুলেশনের বড় ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ফোনটিতে ফাইভ জি কানেকটিভিটি পাওয়া যাবে।

ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২১:৯। এতে টুকে রেজুলেশন পাওয়া যাবে। এই ফোনে নচ ডিজাইন থাকতে পারে।

সনির নতুন এই ফোনে ফাইজ জি নেটওয়ার্ক কানেকটিভিটি থাকবে। এতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ ব্যবহৃত হচ্ছে।

৬ জিবি র‌্যামের এই ফোন পাওয়া যাবে ৬৪ ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবির জন্য এক্সপেরিয়া এক্সজেড ফোরে থাকছে ১৯ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমচালিত।

নিরাপত্তার জন্য ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনের প্রাথমিক দাম ধরা হয়েছে ১১১৫ ডলার। ২০১৯ সালের শুরুতেই ফোনটি বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা