‘কওমি মাদ্রাসা ইসলামের বাতিঘর’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

‘কওমি মাদ্রাসা দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ইমান রক্ষার দুর্গ। কওমি মাদ্রাসা ইমান-ইসলামের অনন্য বাতিঘর। বাতিল শক্তি যখন সবদিক থেকে ইমানের ওপর হানা দেয় তখন রুখে দাঁড়ায় কওমি আলেমরা। তাই কওমি মাদ্রাসাকে যেকোনো মূল্যে হেফাজত করতে হবে।’

সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ৯৯তম বার্ষিক মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ২৬ ডিসেম্বর বুধবার সকাল দশটা থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই মাহফিল।

মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়ার বর্ষীয়ান শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন, মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খে সানি আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ি। মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, শায়খুল হাদিস আল্লামা শায়খ আহমদ চট্টগ্রাম, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, শায়খুল হাদিস আল্লামা সাজিদুর রহমান বি-বাড়িয়া, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরি, মাওলানা ড. আ ফ ম খালেদ হুসাইন চট্টগ্রাম, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস আল্লামা আবদুশ শহীদ গলমুকাপন, শায়খুল হাদিস মাওলানা আবদুল মালিক রুপসপুরী, শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সুনামগঞ্জী, মাওলানা শায়খ আবদুস সালাম বাগরখলী, মাওলানা তাফহীমুল হক, মুফতি মুজিরুদ্দীন সিলেট, হাফিজ মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, মুফতি আমীরুল ইসলাম, মুফতি মুশাহিদ কাসিমী মৌলভীবাজার, মাওলানা ইকবাল হুসাইন লন্ডন জামেয়া রেঙ্গার শিক্ষক মাওলানা আহমদ কবীর খলীল, মুফতি মিজানুর রহমান প্রমুখ উলামায়ে কেরাম।

দিনরাত ব্যাপী মাহফিলে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকা থেকে সর্বমহলের মুসল্লিদের সমাগম ঘটে। আগত মুসল্লিদের নিরবচ্ছিন্ন অবস্থান পরদিন ফজর পর্যন্ত অব্যাহত ছিল। রাতের শেষ প্রহরে জামেয়ার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান জিকির-আজকার করে সবার কল্যাণ কামনায় মোনাজাত করেন।বাদ ফজর জামেয়ার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিনের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :