ফরিদপুর-৪

জাফরউল্লাহর জন্য ভোট চাইলেন খন্দকার মোশাররফ

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:১৩ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফরউল্লাহর জন্য ভোট চেয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তাকে বিজয়ী করলে এলাকার মানুষ ঠকবে না এবং ব্যাপক উন্নয়ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। প্রচারের শেষ দিনে কাজী জাফরউল্লাহর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ এই নির্বাচনী জনসভার আয়োজন করে। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন জনসভায় সভাপতিত্ব করেন।

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার পাশের এলাকার জনগণের উদ্দেশে বলেন, ‘কাজী জাফরউল্লাহ একজন শক্তিশালী নেতা। উনি আমার ছোট ভাই, রাজনীতিতে আমারও নেতা। এরকম নেতাকে ভোট না দিলে আপনারা ঠকবেন এটা আমি নিশ্চিত বলতে পারি। কাজী জাফরউল্লাহ গত নির্বাচনে পরাজিত হয়েও এলাকার উন্নয়নে প্রতি মাসে আমার কাছে গিয়েছেন। গত ছয় মাসে ফরিদপুর-৪ আসনের উন্নয়নে আমি ১৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। যে লোক (কাজী জাফরউল্লাহ) এলাকার লোককে এত ভালোবাসেন, তাকে ভোট দেবেন না তো দেবেন কাকে? কাজী জাফরউল্লাহর পরিবার ৭০ বছরে যাবৎ এ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সামনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জাফরউল্লাহর মতো উপযুক্ত লোক দরকার। কাজী জাফরউল্লাহ আওয়ামী লীগের একজন পরীক্ষিত লোক। উনি এমপি হলে প্রধানমন্ত্রী উনাকে সবার আগে মন্ত্রী বানাবেন। আমি ও জাফরউল্লাহ সম্মিলিতভাবে ফরিদপুরকে বিভাগ করে এ এলাকার উন্নয়ন করব।’

জনসভায় কাজী জাফরউল্লাহ বলেন, ‘নির্বাচিত হলে এ এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করব। এ অঞ্চলের মানুষের তথা বেকার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দেব।’ সভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী বেকার যুবকদের চাকরি দেবেন। আপনারা কাজী জাফরউল্লাহকে নির্বাচিত করুন, আমি ব্যক্তিগতভাবে এ এলাকার প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করব।’

জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সায়েম আমীর ফয়সাল বলেন, ‘আমরা জাকের পার্টির পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহকে সমর্থন দিয়েছি। উনি ভদ্রলোক ও ভালো মানুষ। উনাকে নির্বাচিত করুন এলাকার উন্নয়ন হবে।’

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :