দুই পুলিশ লাঞ্ছিত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮

ঝালকাঠি জেলা প্রশাসকের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। আটক শেখ রাব্বি ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের নাতি।

শুক্রবার সকালে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তারের পর বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হকের বাসবভনের সামনে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল তৌহিদুল ইসলাম ও তাজউদ্দিন ওই ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। উভয়ের মধ্যে বাগবিত-ার এক পর্যায়ে দুই কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। এ ঘটনায় রাতেই পুলিশ কনস্টেবল তাজউদ্দিন বাদী হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শেখ রাব্বিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ততারী কর্মকর্তা মো. হানিফ বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :