শেরপুর-১

প্রথম ভোট নিজেকেই দেবেন প্রিয়াঙ্কা

শেরপুর প্রতিবেদক
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮

দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ভোট দিচ্ছেন। নিজের প্রথম ভোটটি তিনি নিজেকেই দেবেন। তিনি এবার শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন। জন্ম তারিখ হিসেবে তার বয়স ২৫ বছর চার মাস।

প্রিয়াঙ্কা জানান, ২০১১ সালে এইচএসসি পাস করার পরই শেরপুর শহরের মধ্যসেরী পাড়া এলাকায় তার বাড়ির ঠিকানায় ভোটার হন তিনি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসায় তিনি ভোট দেননি। সে কারণে আলোচিত এই প্রার্থী এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে। শহরের সিংপাড়া এলাকার দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে ভোট দেবেন প্রিয়াঙ্কা। প্রথম ভোটটি নিজেকে দেয়ার সুযোগ পেয়ে তিনি গর্ববোধ করছেন বলে জানান। তবে ভোটটি যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কাও আছে। নির্বাচনী প্রচারে নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন ধানের শীষের এই প্রার্থী।

সানসিলা জেবরিনের বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবার এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। ডজনখানেক মামলার আসামি হযরত আলী প্রায় চার মাস ধরে কারাগারে আছেন। তাছাড়া ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। ফলে মেয়ে নবীন চিকিৎসক প্রিয়াঙ্কাকেই প্রার্থী হিসেবে নামতে হয় ভোটের মাঠে। তার বিপরীতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী আতিউর রহমান আতিক। তিনি বর্তমান সংসদের হুইপ এবং পাঁচবারের সাংসদ।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :