বিএনপির লজ্জা হওয়া উচিত: হানিফ

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:১০

ক্ষমতায় থাকাকালে তাদের জন্য দেশ অন্ধকারে তলিয়ে গিয়েছিল, এখন দলই অন্ধকারে তলিয়ে গেছে, এজন্য বিএনপির লজ্জা হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে শুভেচ্ছা গ্রহণকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা এ সময় উপস্থিত ছিলেন।

মাহবুব-উল আলম হানিফ এবারও কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘ক্ষমতায় ও বিরোধী দলে থাকতে বিএনপি কোনো কল্যাণমূলক কাজ করেনি বলেই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতায় থাকতে লুটপাট আর দুর্নীতি, বাইরে থাকতে আগুন সন্ত্রাস আর মানুষ পুড়িয়ে মেরেছে তারা। এই কারণে জনগণ তাদের ভোট দেয়নি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে পরাজিত হলে অন্যের ওপর দায় চাপানো তাদের পুরনো কালচার, সেটিই এখন মির্জা ফখরুলরা করছেন।’

হানিফ বলেন, ‘এই নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। দুর্নীতিবাজদের নেতা রাখলে তারা কোনোদিনই জনসমর্থন পাবে না।’

আওয়ামী লীগের এই নেতা মনে করেন, নির্বাচন হয়ে গেছে, এটা সবার মেনে নেওয়া উচিত। এই নির্বাচন নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন হানিফ।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :