বিশেষ সংস্করণের ফিটনেস ট্রেকার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৯, ১৩:২৮

বিশেষ সংস্করণে এলো ফিটবিটের স্মার্টওয়াচ চার্জ থ্রি। এর ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস থ্রি প্রটেকশন। অ্যালুমিনিয়াম বডির তৈরি এই স্মার্টওয়াচের সুইম ট্রেকিংসহ একাধিক আকর্ষনীয় ফিচার আছে। এছাড়াও আছে এনএফসি।

ফিটবিট জানিয়েছে, তাদের নতুন স্মার্টওয়াচ সুইমপ্রুফ ডিজাইনে তৈরি। এতে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একবার চার্জ করে সাত দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ট্রেকার।

বিশেষ ফিচার হিসেবে আছে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর করার সুবিধা। ফিটবিট অ্যাপের মাধ্যমে এই ফিটনেস ট্র্যাকার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায়।

ফিটবিট চার্জ টু থেকে চার্জ থ্রির ডিসপ্লে ৪০ শতাংশ বড় এবং উজ্জ্বল। এই প্রথম ফিটবিটের ফিটনেস ব্যান্ডে এসপিও টু সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সরের মাধ্যমে রক্তে অক্সিজেন লেভেল পরিমাপ করা যায়।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা