‘আমৃত্যু ফরিদপুরবাসীর কল্যাণে কাজ করে যাবো’

খন্দকার মোশাররফকে ফুলেল সংবর্ধনা

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৫৩ | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৪১

জীবনের শেষ সময় পর্যন্ত ফরিদপুরবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার জবাবে এ কথা বলেন তিনি। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় ফরিদপুর শহরের বদরপুরের আফসানা মঞ্জিল প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়।

এলজিআরডি মন্ত্রী তার বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি আরো ঋণী হয়ে গেলাম। আমার জীবনের শেষ সময় পর্যন্ত ফরিদপুরবাসীর কল্যাণে কাজ করে যাবো। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার এই শেষ বয়সে নিজের জন্য আর কিছু চাওয়া-পাওয়ার নেই। যা কিছু আছে, তার সবই আপনাদের জন্য। এই ভালোবাসা আমাকে আগামী দিনে ফরিদপুরের জন্য আরো উদ্যমে কাজ করার উৎসাহ যোগাবে।’

ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও শতাধিক সংগঠন খন্দকার মোশাররফ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, একাদশ সংসদ নির্বাচনে সদর উপজেলার ১৫৩টি আওয়ামী লীগের কেন্দ্র কমিটির নেতাসহ ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন ।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :