ফরিদপুর-৪

নৌকার সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ

ফরিদপুর প্রতিবেদক
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে নৌকা প্রতীকে যারা ভোট দিয়েছিলেন তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রার্থী কাজী জাফরউল্লাহ। আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান।

বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাজী জাফরউল্লাহ। সেখানে তিনি অভিযোগ করেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পরে বিজয়ী প্রার্থী নিক্সন চৌধুরীর নির্দেশে তার কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ৮৪টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন। এতে নৌকার সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জাফরউল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ভাঙ্গা নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই অঞ্চলের মানুষ নেত্রীর কথায় নৌকায় ভোট দিয়েছিলেন। এখন এই ভোট দেওয়াটাই তাদের পাপ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, চরভদ্রাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাউসার প্রমুখ।

ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :