চলনবিল মাঠ থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিবেদক
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৭

নাটোরের সিংড়ার চলনবিল মাঠ থেকে আবু বকর সিদ্দিক নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চক লাড়ুয়া গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু বকর সিদ্দিক চক লাড়ুয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

প্রতিবেশীদের অভিযোগ, রাজমিস্ত্রীর কাজের খাতিরে আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল তার সহযোগী সেলিম মিয়ার। এতে আবু বকরের স্ত্রীর সঙ্গে সেলিমের পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের কথা জানতে পারায় পরিকল্পিতভাবে আবু বকরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত হত্যাকা- বলে মনে করছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকা টাইমস/০৩ জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :