ঝালকাঠিতে আগুনে ভষ্মিভূ’ত ১০ বসতঘর

ঝালকাঠি প্রতিবেদক
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ১৭:০২
ফাইল ছবি

ঝালকাঠির পাঞ্জীপুহরিপাড়া গ্রামে আগুন লেগে ১০টি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের আবাসন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানায়, নিম্ন আয়ের মানুষের বসবাস এই আবাসনে। সকালে তারা যে যার কাজে বেরিয়ে পড়েন। ছিলেন শুধু বঙ্কিম রায়ের পরিবার। তাদের রান্নাঘরে আগুন লেগে মুহূর্তে তার পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু তার আগেই ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম বলেন, একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই ১০টি ঘরের সব মালামাল পুড়ে গেছে।

ঢাকাটাইমস/০৩ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :