এহসানুল হক মিলনের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৮ | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে করা ছয় মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদন ‘নট টুডে’ করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে মিলনের জামিন বহাল থাকলো।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে গত সোমবার আপিল বিভাগের বিচারপিত মো. নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১২ ডিসেম্বর মিলনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ওই দিন তার আইনজীবী জানান, ১৪টি মামলায় জামিন আবেদন শুনানিতে ১৩টিতে জামিন দেন। আরো বেশ কিছু মামলা থাকায় আপাতত এহসানুল হক মিলনের মুক্তি মিলছে না।

২৩ নভেম্বর ভোররাতে চাঁদপুর জেলার এডিশনাল এসপি মিজানুর রহমান ও জেলা ডিবি'র ওসি মামুনের নেতৃত্বে চট্টগ্রাম চকবাজারের ৪৫২ গোয়াসি বাগান রোডের এক বন্ধুর বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে। এরপর থেকে তিনি চাঁদপুর কারাগারে আছেন।

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :