নতুন বই পেয়ে আত্মহারা প্রতিবন্ধী শিশুরা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০১

ঝালকাঠির রাজাপুরে ফুল দিয়ে বরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নতুন বই দেয়া হয়েছে। নতুন বই পেয়ে প্রতিবন্ধী শিশুরা খুশিতে আত্মহারা। নতুন বই পেয়ে কেউ বা পাতা উল্টিয়ে দেখছে, কেউ বা আবার বুকে জড়িয়ে ধরে রেখেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজাপুর অটিস্টিক বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণির ১৩০ জন শিক্ষার্থীকে এ বই দেয়া হয়।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জি প্রধান অতিথি থেকে এ বই তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল।

অনুষ্ঠানে রাজাপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খানসহ সুধীজন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, সরকার তাদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে সম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :