চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

চুুয়াডাঙ্গা প্রতিবেদক
| আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫ | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৩৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি আব্দুল বারেক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, ‘আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রেেয়ছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানায় আনার পথে আগে থেকে ওৎ পেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় তার সহকর্মীদের গুলিতে বারেক আহত হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘এই ঘটনায় চার পুলিশ সদস্যও সামান্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুটি রামদা, ও একবস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।’

ঢাকা টাইমস/০৪ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :