মেঘদূতে ফিরল সৈয়দ আশরাফের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৫২ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭

থাইল্যন্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বিমানের একটি নিয়মিত ফ্লাইটে এই রাজনীতিকের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশরাফের মরদেহ গ্রহণ করেন। এসময় দলের জ্যেষ্ট নেতারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন। এছাড়া সৈয়দ আশরাফের একমাত্র কন্যা রীমা আহমেদও এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল থেকে আওয়ামী লীগের জ্যেষ্ট নেতারা একে একে বিমানবন্দরে এসে পৌঁছান। রাজনীতির মাঠে সুখে দুঃখে যারা পাশে ছিলেন বিকাল থেকেই তাদের দেখা গেছে বিমান বন্দর এলাকায়।

বিকাল পাঁচটা থেকে একে একে নেতাদের বিমান বন্দরে ঢুকতে দেখা যায়। আওয়ামী লীগের সভাপতি ম-লীর প্রায় সকলেই এ সময়য় উপস্থিত হন হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে।

বিমানের মেঘদূত বিমানবন্দরে এসে পৌঁছালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা সৈয়দ আশরাফের মরদেহটি গ্রহণ করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দেয়া হয় সদ্য সাবেক জনপ্রশাসনমন্ত্রীর কফিনে।

বিমান বন্দর থেকে পুলিশের লাশবাহী একটি গাড়ি করে আশরাফের মরদেহ ২১ বেইলী রোডে তার সরকারী বাস ভবনে আনা হচ্ছে।

ঢাকাটাইমস/০৫জানুয়ারি/টিএ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :