শেখ হাসিনার কৃতিত্ব গণতান্ত্রিক বিশ্বে বিরল: এরশাদ

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫
ফাইল ছবি

চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার এক অভিনন্দন বার্তায় হবু বিরোধীদলীয় নেতা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যও সম্মানের বিষয়।’

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশ নিয়েছে জোটবদ্ধ হয়েই। ভোটের ফল ছিল অভাবনীয়। বিএনপি ও তার জোটের শরিকরা জিতেছে সাতটি আসনে। আর বিএনপি সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থী জিতেছে। স্থগিত হয়ে যাওয়া একটি আসনে এগিয়ে আছে বিএনপি। আর একটি আসনে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। বাকি সবগুলোই পেয়েছে আওয়ামী লীগ ও তার জোটের শরিকরা।

মহাজোট যে কয়টি আসন পেয়েছে তার মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৭টি। জাতীয় পার্টির ঘরে গেছে ২২টি। তিনটি পেয়েছে ওয়ার্কার্স পার্টি, দুটি করে জাসদ ও বিকল্পধারা; একটি করে আসন পেয়েছে তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি-জেপি।

সোমবার শপথ নিতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা। আর এটি হলে প্রথমবারের মতো টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের কেউ।

বিএনপির অভিযোগ কারচুপির। আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে। ভোটের দিনও তাদের সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ও তার শরিকরা বলছে, স্বাধীনতাবিরোধী জামায়াত তোষণ আর ক্ষমতায় থেকে দুর্নীতি, জঙ্গিবাদে জড়িয়ে ডুবেছে জামায়াত।

এরশাদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সব সময় সরকারকে সহযোগিতা করবে।’

মহাজোটের হয়ে লড়েও জাতীয় পার্টি বিরোধী দলে থাকবে বলে সিদ্ধান্ত আগেই জানিয়েছেন এরশাদ। আর গতবার তার স্ত্রী বেগম রওশন এরশাদ বিরোধীদলী নেতা হলেও এবার তিনিই সেই পদে থাকবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :