নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৯, ১১:৪৯

নেত্রকোণা- মদন সড়কে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় নিহত আহত হয়েছেন আরও এক মেয়েসহ তিন জন।

রবিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার গদাইকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত দুইজন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত দুইজন হচ্ছেন, আটপাড়া উপজেলার মীর্জাপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী তানিয়া আক্তার (৩০) ও শিশুপুত্র মোমেন (৬)। আহত হাবিবা আক্তার (১২) নিহত তানিয়া আক্তারের আরেক মেয়ে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান জানান, মদন থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই একটি বাস লক্ষ্মীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক নেত্রকোণা সদর থেকে ছেড়ে যাওয়া যাত্রী বোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তানিয়া ও তার শিশু পুত্র মোমেন। ঘটনার পর পর বাস ও অটোরিকশা চালকেরা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।

ঢাকা টাইমস/০৬ জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :