ইতালিতে লোককা‌হিনী ‘‌বেফানা’ উৎসব

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০০

ইতালীয় লোককাহিনী ‘‌বেফানা’। আর এই লোককা‌হিনী এখন বড় এক‌টি উৎসবে প‌রিণত হয়েছে। ‌রোমের পিয়াচ্ছা নাভানাতে এদিনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহজুড়ে উৎসবে মেতে থাকেন ইতালীয়রা। এসময় বিশেষ করে শিশুদের উপহার দেয়ার রী‌তি রয়েছে।

লোককা‌হিনী‌তে বেফানা হলেন একজন বৃদ্ধা, যিনি ঝাড়ুর উপর বসে এপিফ্যানি উৎসবের আগের রাতে ইতালিজুড়ে সেন্ট নিকোলাস বা সান্টাক্লজের মতো ছেলেমেয়েদের উপহার বিতরণ করেন।

প্রাথমিক দিকে এটি কিছু ইতালীয় অঞ্চলসমূহে পালন করা হতো, পরে ছয় জানুয়ারি‌ ইতালিজুড়ে উৎসব‌টি উদযাপন ক‌রে।

কা‌হিনীতে বেফানা ভ্রমণ করে জানালার সামনে ঝুলিয়ে রাখা মোজাতে উপহার দেয়া হয়। পুরো বছর যেসব শিশু ভাল থাকে, বেফানা তাদের মোজাতে মিষ্টি, ক্যান্ডি, শুকনো ফল বা ছোট খেলনা রেখে আসে আর যারা অসদাচারী সে তাদের মোজাতে কয়লার টুকরা এবং রসুন রেখে আসে।

আর সে দিন সকালে ঘর ঝাড়ু দেয়ার অর্থ হচ্ছে বছরের সব সমস্যা ঝাড়ু দিয়ে দূর কারা বোঝানো হয়। আবার শিশুদের পরিবার বেফানার জন্য ছোট একটি কাচের গ্লাসে মদ এবং একটি থালায় কয়েক লোকমা খাদ্য রেখে দেয়।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :