রেডমির ওয়াটার প্রুফ ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৯, ১৪:৪৪

শাওমি থেকে আলাদা হয়ে ব্যবসা শুরু করেছে রেডমি। ১০ জানুয়ারি প্রতিষ্ঠানটি বাজারে আনছে ওয়াটার প্রুফ ফোন। মডেল রেডমি সেভেন। রেডমির এটি প্রথম ওয়াটার প্রুফ ফোন হলেও শাওমির দ্বিতীয় ফোন।

ফোনটি হাত থেকে পানিতে পড়লেও ক্ষতি হবে না।

রেডমি সেভেন বাজারে আসার আগেই ফাঁস হয়ে গিয়েছে এই মডেলের লুক ও রঙ। লাল, পার্পল এবং গোলাপি মিশ্রিত রঙের মডেলটিই বাজারে আসবে।

অন্যান্য রেডমি মডেলের মতো এর ব্যাক সাইডেও থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৬.৩ ইঞ্চির ডিসপ্লেটি ওয়াটার প্রুফ।

৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনটি আপডেটেড অ্যানড্রয়েড ভার্সন চলবে।

ফাঁস হওয়া ছবি দেখে মনে হচ্ছে এতে একটিই রিয়ার ক্যামেরা রয়েছে। লম্বালম্বিভাবে রয়েছে ক্যামেরাটি। সঙ্গে থাকছে লেন্সও। তবে ক্যামেরা কত মেগাপিক্সলের, তা জানানো হয়নি।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা