মাশরাফি নাকি স্মিথ?

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:০১

হিমু আক্তার

হার দিয়ে বিপিএলের নতুন আসর শুরু করেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। জয়ে চোখ রেখে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে টাইটানসরা। শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। 

দিনের অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল ৫টা ২০ মিনিটে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। উদ্বোধনী দিনে দুর্দান্ত ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়েছে ঢাকা। ৮৩ রানের বিশাল জয়ে তৃপ্তির ঢেঁকুর নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন ঢাকার তারকা শুভাগত হোমের মুখেও ছিল ভালো করার প্রত্যয়। তিনি জানান, ‘আমাদের প্রস্তুতি ভালো। প্রথম ম্যাচ ভালোভাবে জিতেছি। সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব। আশা করি, দ্বিতীয় ম্যাচেও ভালো হবে।’

সেদিক দিয়ে শান্তি নেই টাইটানস শিবিরে। টানটান উত্তেজনায় জয়ের কাছে গিয়েও হার দিয়ে শুরু হয় তাদের। তবে নিজেদের বোলিং এবং ব্যাটিং বিভাগ স্বস্তি যোগাতে পারে মাহমুদউল্লাহদের। কারণ হারের দিনেও ব্যাটে-বলে ম্যাচের শেষ পর্যন্ত লড়েছে তারা। তাই জয়ে ফিরতে সেই ব্যাটিং বিভাগকেই আরও আগ্রাসী করার দিকে নজর রাখার কথা বলছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

তার কথায়, ‘প্রত্যেকটা ম্যাচ খুব চ্যালেঞ্জিং হবে। এবারের আসরে প্রতিটা দলই ভালো। নির্ভর করবে আমরা নিজেদের কীভাবে ব্যবহার করছি প্রতিটি ম্যাচে। আমার মনে হয়, আমাদের আগ্রাসী ভাবটা আরও বাড়ানো উচিত এজ এ টিম হিসেবে এবং ব্যক্তিগতভাবেও। চেষ্টা করব এই মানসিকতা নিয়ে যেন পরের ম্যাচে মাঠে নামতে পারি।’

তবে ঢাকার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হবে সেটাকেও সমীহ করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘ঢাকা খুবই ভালো দল। কাগজে কলমে এবং পারফরম্যান্সও করেছে খুব ভালো। তাই ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে।’

পরিসংখ্যানও বলছে একই কথা। বিপিএলের সবচেয়ে বেশি শিরোপা জেতা ঢাকা প্রতিবারই দারুণ করে আসছে। তাছাড়া খুলনার বিপক্ষে গত আসরে শেষ তিন দেখায়ও জয়ের দেখা পায়নি খুলনা টাইটানস। তাই শক্তিশালী ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। 

অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের ম্যাচটিতে লড়াই হবে সমানে-সমান। রবিবার নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে আসর শুরু করে কুমিল্লা। একই দিনে প্রথম ম্যাচের হার ভুলে জয়ে ফিরেছে রাইডার্সরা। অনেকটা চাপমুক্তই মাঠে নামবে দুইদল। তাছাড়া সন্ধ্যার ম্যাচে শিশিরের কারণে মিরপুরের উইকেটও হয়ে উঠবে ব্যাটিং সহায়ক। সেই হিসেবে প্রাণবন্ত ম্যাচ হয়ে উঠতে পারে ম্যাচটি।

বিপিএলে নিজের প্রথম ম্যাচে জ¦লে উঠতে পারেননি কুমিল্লার অধিনায়ক স্টিভ স্মিথ। রংপুরের বিপক্ষে এই ম্যাচে উইকেট ভালো হলে জ¦লে উঠতে পারেন এই অজি তারকা। স্মিথের সঙ্গে আছেন, শহীদ আফ্রিদি, তামিম ইকবাল, লিটন ও ইমরুলদের মতো তারকারা।  

গতবারের মতো জয়ে দিয়ে ধাপে ধাপেই আগাতে চায় কুমিল্লা। ম্যাচের আগের দিন ভিক্টোরিয়ান্স তারকা মেহেদি হাসান জানান, ‘আমরা ধাপে ধাপে আগাইতে চাই, সেক্ষেত্রে একেকটা ম্যাচের জন্য একেকটা পরিকল্পনা থাকবে। ওইদিকেই আগাবো। আমরাও গত ম্যাচ জিতেছি, ওরা জিতেছে (রংপুর)। ম্যাচটা খুব ভালো হবে আশা করি।’

কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের এবারের আসর শুরু করবেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। সেই সঙ্গে দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক রাইলি রুশোতো আছেনই। নজরে থাকবেন ছন্দে থাকা রবি বোপারাও। তবে কুমিল্লার বড় নাম স্মিথের চেয়ে আজকের দিনটা গেইলের হবে বলেন মনে করেন রাইডার্স তারকা মেহেদী মারুফ। তিনি বলেন, ‘আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের প্রথম বিপিএল। তাই সুবিধাটা থাকবে গেইলের জন্যই। ওর এখানকার বোলারদের সবাইকেই জানা। আমি বিগ বসকেই এগিয়ে রাখব।’ 

সবকিছু মিলিয়ে রংপুর-কুমিল্লার সঙ্গে আছে দুই অধিনায়ক মাশরাফির এবং স্মিথের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব। তারকা বহুল দুই দল নিয়ে মুখোমুখি হবেন দুই অধিনায়ক। তবে জয়ের হাসিটা শেষ মাশরাফির নাকি স্মিথ হাসবেন সেটা দুপক্ষের লড়াই বলে দিবে। আপাতত স্মিথের বিপক্ষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অভিজ্ঞতার লড়াই দেখার জন্যই মুখিয়ে থাকবে ভক্তরা।

(ঢাকাটাইমস/৮ জানুয়ারি/ এইচএ)