ইসরায়েলের মানচিত্র ঢেকে দিল মার্কিন নারী কংগ্রেস সদস্য রাশিদা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩৭

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। সেই আলোচনা শেষ হতে না হতেই নতুন ঘটনার জন্ম দিয়েছেন রাশিদা।

মার্কিন কংগ্রেসে নিজের কাজ শুরুর প্রথম দিনেই অফিসে প্রবেশ করে মানচিত্রে ইসরায়েলের ওপর বড় করে ফিলিস্তিন লেখা কাগজ দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়া যেমন যুক্তরাষ্ট্রের জন্য ইতিহাস, ঠিক তেমনি মার্কিন কংগ্রেসে বসে ইসরায়েলকে ঢেকে দেওয়াও হয়তো প্রথম ঘটনা।

কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার পর এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাশিদা তালিব বলেন, ‘আমরা ওই ঘৃণ্য ব্যক্তিকে ইমপিচ করতে যাচ্ছি। এ সময় তাকে সম্বোধন করতে গিয়ে খুব কড়া ভাষা ব্যবহার করেন রাশিদা।

এরপরই তার মন্তব্য ঘিরে সমালোচনায় মাতে ট্রাম্প সমর্থকরা। একজন বলেন, এমন ভাষা ব্যবহারের মাধ্যমে রাশিদা তার সীমা অতিক্রম করেছেন। তবে এমন মন্তব্যের পর রাশিদার পাশে দাঁড়িয়েছেন আরেক কংগ্রেস সদস্য কর্তেজ।

সম্প্রতি কংগ্রেসে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরেন রাশিদা। তিনি সব সময় নিজেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত বলতে গর্ববোধ করেন। কংগ্রেসের অফিসে মানচিত্রে ইসরায়েলকে ঢেকে দেওয়ার ঘটনায় মুসলিম বিশ্বের প্রশংসায় ভাসছেন রাশিদা।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :