সুনামগঞ্জে নারী অপহরণ: দুজনের ১৪ বছর জেল

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:৫৩

সুনামগঞ্জের নারী অপহরণ মামলায় দুই জনকে ১৪ বছরের কারাদ- দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে এই রায় দেন ট্রাইব্যুনালের (দায়রা জজ) বিচারক মো. জাকির হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের ইসলাম দ্দিনের ছেলে আপন ও একই গ্রামের বাদুর আলীর ছেলে মাসুদ মিয়া। বিচারক একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। এই মামলা অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় জানান, ২০০৬ সালের ১৬মার্চ সন্ধ্যায় ধর্মপাশা থানাধীন চকিয়াচাপুর গ্রামের এক কৃষকের মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়। এ সময় আসামিরা মেয়েটিকে অপহরণ করে। এই ঘটনায় ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তর্দন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষ ১৩ জনের সাক্ষগ্রহণ শেষে দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এই রায় দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :