পাথর কোয়ারিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:৫৬

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সেলিম মিয়া ও নুরুল হক।

গর্তের পানি অপসারণ করে সোমবার রাতেই সেলিম মিয়ার এবং মঙ্গলবার সকালে নুরুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গর্ত মালিককে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম।

সোমবার বিকালে স্থানীয় নারায়ণপুর গ্রামের রহিম মিয়ার গর্ত থেকে পাথর তোলার সময় আকস্মিক গর্ত ধসে পড়ে গর্তে চাপা পড়ে নিখোঁজ হন ওই দুই শ্রমিক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘গর্ত খুঁড়ে পাথর তোলার সময় আকস্মিক গর্ত ধসে পড়ে ঘটনাস্থলে দুজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্তের পানি অপসারণ করে তাদের লাশ উদ্ধার করে।’

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :