ব্রাহ্মণবাড়িয়া-২

স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট চলছে

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩ | আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯, ১০:১৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত তিনটি কেন্দ্রে পুন:ভোট চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলো হলো আশুগঞ্জের সোহাগপুর, যাত্রাপুর ও বাহাদুরপুর।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার হায়াত উদ দৌলা খান জানিয়েছেন, বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়ে ওই তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ওই তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭৪ জন। এ আসনে ঐক্যফ্রন্টের মনোনীত বিএনপির প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে গোলযোগ ও কারচুপির অভিযোগে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে দুই প্রার্থী মঈন উদ্দিন মঈন ও আব্দুস সাত্তার ভূঁইয়া এবং তাদের কর্মী-সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় একজন করে অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। এসব আসনের ৪০ হাজার ৫১টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত করা হয়। 

ঢাকা টাইমস/০৯জানুয়ারি/ওআর