‘সঠিক পথে আছে বাংলাদেশের ক্রিকেট’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:২৬

ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি এবং টেস্টে দিন দিন পরিণত হয়ে উঠছে বাংলাদেশ। গত এক বছরে টাইগারদের তিন ফরম্যাটের পারফরম্যান্স অন্তত সেটাই বলে। বিষয়টির সঙ্গে একমত পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকও। তার কথায় তিন ফরম্যাটে তো বাংলাদেশের উন্নতি হচ্ছেই, পাশাপাশি দেশের বাইরেও এখন ভালো ক্রিকেট খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিপিএলের ষষ্ঠ আসর খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছেন পাকিস্তানের শোয়েব মালিক। গত কয়েক আসর ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিনি। মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে তার দল। তাই পরের ম্যাচকে সামনে রেখে পুরো দল অনুশীলন চালিয় যাচ্ছে বিসিবির একাডেমিক মাঠে।

বুধবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মালিক। সংবাদিকদের সামনে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের তিন ফরম্যাটের পারফরম্যান্স দেখেন তাহলে আপনি তাদের উন্নতি দেখতে পাবেন। আপনার ক্রিকেট ঠিক পথে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর আমার মতে সেই পথেই আছে বাংলাদেশের ক্রিকেট।’

সেদিক দিয়ে অভিজ্ঞতার দিকটাকেও বিশেষভাবে দেখছেন মালিক। তার কথায়, ‘আমি এখানে অনেক তরুণ ক্রিকেটারদের দেখেছি , যারা খুবই ভালো করছে। সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব হচ্ছে তাদের অভিজ্ঞতা তরুণদের মাঝে শেয়ার করা এবং শেখানো- কিভাবে চাপের মধ্যে পারফর্ম করতে হয়। তরুণদের প্রতিভা তো আছেই। কিন্তু শুধু প্রতিভা আজকের ক্রিকেটে যথেষ্ট নয়। অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এটা সিনিয়রদের ওপরই নির্ভর করে।’

পাকিস্তানি এই ব্যাটসম্যান মনে করেন, ক্রিকেটে সেরা হতে আরও সময় লাগবে বাংলাদেশের। তিনি বলেন,‘আমি আগেই বলেছি, বাংলাদেশ ক্রিকেট সঠিক পথেই আছে। অবশ্যই বিশ্বের সেরা হতে তো আরও সময় লাগবেই।’

দেশের মাটিতে বরাবরাই ভালো খেলে বাংলাদেশ। তবে সাম্প্রতিক ফলাফলে দেশের বাইরেও নিজেরে সামর্থ্য দেখাচ্ছে টাইগাররা। এই প্রসঙ্গে শোয়েব মালিক বলেন,‘'আমি দেখেছি যারাই এখানে খেলতে আসে, তাদের সহজ সময় পার করে না। আর দেশের বাইরেও বাংলাদেশের পারফরম্যান্সে অনেক উন্নতি এসেছে। আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো লক্ষণ।’

এদিকে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফেরার প্রত্যাশা নিয়ে শোয়েব মালিক জানান, ‘অবশ্যই সব দল জিততে চায়। আমারে মনের মধ্যে একই জিনিস আছে। এটা শুধু পরিকল্পনা বাস্তবায়ন করার অপেক্ষা। ভালো করাটা প্রথম তিন ব্যাটসম্যানের উপর নির্ভর করে। যেকেউ ব্যাটিংয়ের নামেন তখন বড় স্কোর করার তার দায়িত্ব। আমিও আমার সেই দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

(ঢাকাটাইমস/৯ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :